রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৮:৪৫

শ্রীমঙ্গলে চোরাই টাকা উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে চোরাই টাকা উদ্ধার, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বধ্যভূমি কাবাব ঘর থেকে চোরাইকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাবাব ঘর ক্যান্টিনের কর্মচারী মিজান মিয়া (২৩)কে র‌্যাবের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা জায়, গত মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর সদর দপ্তরের বধ্যভূমিতে অবস্থিত কাবাব ঘর ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশে রক্ষিত ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় কর্মচারী মিজান।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং র‌্যাব-৯ শ্রীমঙ্গলের সহায়তায় এসআই অলক বিহারী গুণ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিজান সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের ইলাশপুর গ্রামের রাজন মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল আউট সিগন্যাল এলাকায় বসবাস করে আসছিলো।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়