প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২১:০৪
দোয়া কামনা
বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর খানের অবস্থা সংকটাপন্ন

নানা রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের জীবন এখন সংকটাপন্ন। তিনি বর্তমানে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের গুরুতর অসুস্থাবস্থার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন দলীয় নেতা-কর্মীবৃন্দ। তিনি দীর্ঘদিন থেকেই অসুস্থ। ভারতে বেশ কয়েকবার স্ত্রীসহ চিকিৎসা নিয়েছেন।
|আরো খবর
অ্যাড. জাহাঙ্গীর হোসেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, চাঁদপুর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। ফেসবুক পোস্টে নেতা-কর্মীদের লিখনী থেকে জানা যায়, তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন। মহান আল্লাহতা'আলা তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক--এই কামনা করেছেন তারা।