প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৫
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার দিবস ও ঈদ পুনর্মলনী
ঈদ পুনর্মলনী উদযাপন কমিটির চেয়ারম্যানের শুভেচ্ছা কথা

|আরো খবর
‘Service Above Self’এই মহান দর্শনকে হৃদয়ে ধারণ করে চাঁদপুর রোটারী ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২৫-এর পুণ্যময় আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা।
ঈদ মানেই এক অনাবিল আনন্দ, এক নির্মল ভালোবাসার বন্ধন, এক মহৎ মিলনের ক্ষণ, যেখানে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও সহনশীলতা এক অভিন্ন সুরে মিলিত হয়। এই পুনর্মিলনী শুধু উৎসব নয়, বরং এটি একটি মানবিক প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা রোটারিয়ানরা নতুন করে জেগে উঠি সেবার অঙ্গীকারে, সংহতির বার্তায়।
রোটারি ইন্টারন্যাশনাল-এর ঋড়ঁৎ-ডধু ঞবংঃ-এর আলোকে এই মিলনমেলার তাৎপর্য আরও গভীর অর্থবাহী : ১. ইহা কি সত্য?Ñহ্যাঁ, ঈদ পুনর্মিলনীর এই বন্ধন সত্যিকারের হৃদ্যতা ও আন্তরিকতার প্রতিচ্ছবি। ২. এটি কি সকলের জন্য ন্যায়সঙ্গত?Ñএই আয়োজনে প্রতিটি রোটারিয়ান ও শুভানুধ্যায়ী যেন আনন্দ ও মর্যাদায় অংশ নিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। ৩. এটি কি সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধি করবে?Ñঅবশ্যই এই অনুষ্ঠান হৃদয়ের সেতুবন্ধন আরও দৃঢ় করবে। ৪. এটি কি সকলের মঙ্গল বয়ে আনবে?Ñঈদ উৎসব হোক পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক অগ্রগতির অনুপ্রেরণা।
আজকের এই পুনর্মিলনীতে আমরা কেবল ঈদের আনন্দ ভাগাভাগি করছি না, বরং সেবামূলক মানবিক সমাজ গঠনের প্রত্যয়ও পুনরুজ্জীবিত করছি।
চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিটি সদস্য ও শুভানুধ্যায়ীকে জানাই আমার গভীর শুভ কামনা। আপনাদের নিরলস প্রয়াসেই আমরা পৌঁছাবো মানবতার সর্বোচ্চ শিখরে।
আসুন, এই ঈদ পুনর্মিলনী হোক হৃদয়ের মিলন, রোটারী চেতনার উদ্ভাস এবং একটি সুন্দর, সমৃদ্ধ আগামীর প্রতিশ্রুতি।
ঈদ মোবারক।
ঈদ হোক মানবতা, ঐক্য ও সেবার অবিনাশী উৎস।রোটারিয়ান পিপি অধ্যাপক মো. জাকির হোসেন, আরএফএসএম
কো-কোঅর্ডিনেটর, জোন-৩, রোটারী ইন্টারন্যাশনাল, ডি-৬৫;
চেয়ারম্যান, ঈদ পুনর্মিলনী ২০২৫
চাঁদপুর রোটারী ক্লাব।