প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
বসুপাড়ায় ৬০ পরিবারের অবস্থা শোচনীয়
বন্যা কবলিত শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত বসুপাড়া গ্রাম। মোটামুটি চারদিক থেকে ত্রাণ সামগ্রী শাহরাস্তিতে প্রবেশ করেলেও বসুপাড়ায় এ সংবাদ লিখা পর্যন্ত প্রায় ৬০টার মতো পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছেনি, যার ফলে এসব পরিবারের অবস্থা শোচনীয়। এই পরিবারগুলো হলো : মেসকাত, হোসেন, পারভীন, আ. রহমান, গোলাম রহমান, মো মিজানুর রহমান, সালেহ আহমেদ, আবুল হোসেন, মো. শফিক, মো. ইয়াসিন, মো. কবির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, মো. আজাদ, মো. আমজাদ, মো. শফিক, মো. হালিম, বাবুল মিয়া, মো. রাজু, মো. সজীব, বিল্লাল হোসেন, মাসুদ আলম, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, নুরুল হুদা, মো. সফিউল্লাহ, মনির হোসেন, আলী হোসেন, মো. জাহাঙ্গীর, মো. এসকান্তর, মোসাঃ শাহীন আক্তার, মো. আবু, হামিদুর রহমান, মো. আনোয়ার, অহিদুর রহমান, মো. শাজাহান, মিজানুর রহমান, মো. ফারুক, মো. শাকিব, মো. কামরুল, মো. দুলাল, মো. মানিক, মো. নুর আলম, মো. বাবুল, মো. নজরুল, মো. ফারক, শামছউদ্দিন, মো. মনির, মো. মোরশেদ, মো. রিদয়, মো আ. কাদের, মো. হুমায়ুন ও মো. মাইনউদ্দিন।
সূত্র : শাহরাস্তি প্রেসক্লাব, দুর্যোগ ব্যবস্থাপনা সেল।