বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫

রোমে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মশালা

ইতালি প্রতিনিধি
রোমে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মশালা

ইতালির রাজধানি রোমে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল এবং ইতালি প্রবাসীদের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) রোববার সন্ধ্যায় রোমের একটি রেস্টুরেন্টে এ কর্মশালা আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের স্থায়ী দাতা সদস্য হাজী মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক মোল্লা ও যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা দি ইউরোপীয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস ইতালিয়ার পরিচালক মনির মোহাম্মদ।

কর্মশালায় উপস্থিত অতিথিরা সবাই প্রবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শরীফ উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাব্বির আহমেদ, ইতালি মহিলা কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল, চ্যানেল এস দর্শক ফোরামের সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি তাফসিরুল আলম, টিএমসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী, সেন্তেসেলী ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারি, দোহার ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ শাহজাহান, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ভিত্তোরিও কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি রেজাউল করিম রিপন, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন, রোমান জান্নাহ, সহ-সভাপতি বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালিসহ রোমের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়