প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৯:০৮
ইসরায়েলি পণ্য বয়কটের ডাক
ফিলিস্তিনিদের নিপীড়নে ফরিদগঞ্জে প্রতিবাদ সমাবেশ

দখলদার ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জের তৌহিদী জনতা। শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বাদ জুমা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এসে পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় । এতে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ তুলাতলী মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাকসুদুর রহমান, উপজেলা পরিষদ মসজিদের খতিব মাও. মো. ইউনুছ, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার খালেদ আকবর প্রমুখ।
।
কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বর্জন এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।