প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:১৩
তানভীর হুদাকে এমপি হিসেবে পেতে মিছিল সমাবেশ
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক রনি, সাবেক সাধারণ সম্পাদক মনির ভূঁইয়া ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাগানবাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দক্ষিণ বাজারে এসে সমাবেশে যোগ দেয়। এ সময় মিছিলকারীরা স্লোগান তোলেন, আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে জননেতা তানভীর হুদাকে এমপি হিসেবে দেখতে চাই। সমাবেশে বক্তারা বলেন, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী জননেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল হুদার সুযোগ্য সন্তান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা তানভীর হুদাকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে দেখতে চাই। আমরা বাগানবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ভোট দিয়ে তানভীর হুদাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। বক্তারা আরো বলেন, বিগতদিন আওয়ামী লীগ প্রহসনের রাজনীতি করেছে। যারা এলাকায় অস্থিতিশীল করতে চায় তাদের ক্ষমা করা হবে না। বিএনপি শান্তির দল। আমরা শান্তিতে থাকতে পছন্দ করি। জননেতা তানভীর হুদার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।