শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০১

বাবুরহাটে জ্বালানি তেল পরিমাপে কারচুপি

শারমিন ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শারমিন ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

চাঁদপুর জেলা পরিষদের সামনের শারমিন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপির অপরাধে বিএসটিআই-এর মোবাইল কোর্টে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) জেলা প্রশাসন, চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা-এর যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় । উক্ত মোবাইল কোর্টের অভিযানে বিএসটিআই হতে গুণগত মান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে বিস্কুট পণ্যের মোড়কে বিএসটিআই-এর মান চিহ্ন ব্যবহারের অপরাধে বাবুরহাটের মির্জা সুইটস এন্ড বেকারি প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন -২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে ওজন ও পরিমাপে কারচুপি করার অপরাধে মেসার্স শারমিন ফিলিং স্টেশন, বাবুরহাট, চাঁদপুর কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮-এ এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, ফিলিং স্টেশনটি প্রতি ৫ লিটার ডিজেলে ২৪০ মিলি, প্রতি ৫ লিটার অকটেনে ২২০ মিলি এবং প্রতি ৪ লিটার পেট্রোলে ২০০ মিলি কম প্রদান করছে। মোঃ জাকারিয়া হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসন, চাঁদপুর-এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (সিএম) ও আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ‌ পরিদর্শক (মেট)। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। ছবি ক্যাপশনঃ চাঁদপুর শহরের বাবুরহাটে শারমিন ফিলিং স্টেশনে বিএসটিআই-এর মোবাইল কোর্ট পরিচালনার সময় কর্মকর্তাদের দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়