শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭

শিক্ষককে মারধর

কারা এই হামলা চালিয়েছে?

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
কারা এই হামলা চালিয়েছে?
ছবি: আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকতার হোসেন (৬৫) অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে স্কুল প্রাঙ্গণের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা ৬-৭ জন ব্যক্তি কাঠের লাঠি দিয়ে আকতার হোসেনের মাথা, হাত ও পায়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আকতার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার কোটগাঁও এলাকায়। তিনি মাকহাটি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়