বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি হানিফ খান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি হানিফ খান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খানের পিতা ও চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. হানিফ খান (৬৫) সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সায়েন্সের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। মো. হানিফ খান বিজয় দিবসের দিন দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা জানান, তিনি ব্যক্তিগত কাজ শেষ করে বাইসাইকেলযোগে কালীবাড়ি মোড়ে আসার সময় বিপণীবাগ এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, মো. হানিফ খানের মস্তিষ্কে রক্তজমাট বেঁধে গেছে। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। চাঁদপুর জেলা সংবাদপত্র হকার্স সমিতি ও পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পক্ষ থেকে সকলের কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়