শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

ফরিদগঞ্জে মাদকসেবীর হামলায় ৩ জন গুরুতর আহত

আহতদের বিরুদ্ধেই উল্টো মামলা দিলেন মাদকসেবী!

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
ফরিদগঞ্জে মাদকসেবীর হামলায় ৩ জন গুরুতর আহত

ফরিদগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করা এক মাদকসেবী পরিবারের বর্বর হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে মাদকসেবীরা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিয়ে দশজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের কামতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, কুখ্যাত মাদকসেবী শরিফ হোসেন ও তার স্ত্রী কাজল আক্তার রুমি লোহার রড ও ইট নিয়ে পরিকল্পিতভাবে কামতা গ্রামের বেপারী বাড়ির তাজুল ইসলামের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় তাছলিমা বেগম, ফাতেমা ও মিতু গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা ঘরের দরজা, জানালা ও বেড়া ভাংচুর করে ব্যাপক তাণ্ডব চালায়। আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই হামলাকারী শরিফ হোসেন ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিয়ে দশজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে হয়রানি করছে বলে তারা জানান। এ ঘটনায় ভুক্তভোগী তাজুল ইসলাম বুধবার (২১ জানুয়ারি ২০২৬) আদালতে চারজনকে বিবাদী করে মামলা দায়ের করে। মামলার অন্য আসামিরা হলেন : সুবর্ণা ও পারুল বেগম।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, শরিফ হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও অজ্ঞাত কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাস কায়েম করে আসছে। কেউ প্রতিবাদ করলে মারধর ও হামলার শিকার হতে হয় বলে জানান এলাকাবাসী। ভুক্তভোগী ও স্থানীয়রা আরও জানান, জমি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শরিফ হোসেন দীর্ঘদিন ধরে তাজুল ইসলামের পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সে তা মানতে অস্বীকৃতি জানায় এবং প্রকাশ্যে হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় এ নির্মম হামলা চালানো হয়।

এ ঘটনায় সাজুদা, নাছিমা বেগম, নাছিমা, মিতু, মরিয়ম, রাজিয়া, আনোয়ার হোসেন ও জাকির হোসেনসহ এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় বড়ো ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মাদক কারবারি শরীফ হোসেন ও তার স্ত্রী রুমির বক্তব্য নিতে গেলে তাদের পাওয়া যায়নি এবং তাদের ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

বিষয়টি নিয়ে এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, মাদক ব্যবসায়ী শরীফ হোসেন ও তার স্ত্রী রুমির বিষয়ে আমরা সরাসরি কিছু বলতে গেলে সমস্যা আছে। তারা বলেন, এলাকার মানুষ মূলত শরীফ হোসেন ও তার স্ত্রী রুমির কাছে জিম্মি হয়ে পড়েছে। এলাকাবাসী এই দুজনের বিরুদ্ধে ত্বরিৎ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়