প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১
জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মিটু আটক

চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিটু আটক হয়েছেন। শুক্রবার (২৩ জনুয়ারি ২০২৬) বিকেলে তাকে আটকের পর চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ ও মিটুর স্বজনরা।
জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকা থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট-২-এর অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিটুকে আটক করে। পরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।








