শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:১৯

পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর ভিড়ে একমাত্র নারী প্রার্থী নাসিমা নাজনীন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর ভিড়ে একমাত্র নারী প্রার্থী নাসিমা নাজনীন

চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী মাঠ এখন জমজমাট। শহর থেকে গ্রামের মেঠোপথ পর্যন্ত দেয়াল, গাছ আর বৈদ্যুতিক খুঁটিতে সাঁটানো ব্যানার। দুপুরের পর থেকে শুরু হয় গানের সুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী মাইকিং প্রচারণা । রাত পর্যন্ত চলে গণসংযোগ, উঠান বৈঠক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীর ভিড়ে নারীদের উপস্থিতি মোটেও চোখে পড়ার মতো নয়। সংখ্যার হিসেবে প্রায় অদৃশ্য। মোট প্রার্থীর মধ্যে নারী মাত্র একজন। এর মধ্যে ভোটের মাঠে একমাত্র নারী প্রার্থী হিসেবে নজর কেড়েছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী নাসিমা নাজনীন সরকার।

তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সংসদীয় আসন থেকে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগ আর স্বজনদের সহায়তার ওপর দাঁড়িয়ে রয়েছে তাঁর প্রচারণা।

নাসিমা নাজনীন সরকার জানান, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জানান, শ্রমজীবী মানুষ, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি প্রতীক নয়, মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হতে চাই। চাঁদপুরের প্রতিটি আসনে নারী প্রার্থী না থাকাটা আমাদের জন্যে একটি বড়ো বাস্তবতা। আমি চাই আমার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা হয়ে থাকুক।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে নাসিমা নাজনীন সরকারের অংশগ্রহণ এ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি শুধু ভোটের লড়াই নয়, বরং নারী নেতৃত্বের উপস্থিতিকে দৃশ্যমান করার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়