শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২:৫৬

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ

‎ফরিদগঞ্জ ব্যুরো।।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও প্রতীক ধানের শীষের পক্ষে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাছির বেপারীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ৮নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণের পাশাপাশি বিএনপির ৩১ দফার কথাসহ বিভিন্ন বিষয় ভোটারদের জানান। পরে স্থানীয় চৌরাস্তা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাছির বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পাটওয়ারী, সুমন হাওলাদারসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় তারা বলেন, আমরা যারা বিএনপি করি তারা কখনোই দলের বাইরে যাওয়ার সুযোগ নেই। কারণ ব্যক্তির চেয়ে দল বড়ো, দলের চেয়ে দেশ বড়ো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বির্নিমাণে বিএনপি ভূমিকা রাখবে। তাই বিএনপি আমাদের দল এবং ধানের শীষই আমাদের প্রতীক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়