প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:১৯
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী দায়িত্বে সমন্বয়ক হলেন কেন্দ্রীয় যুবদলের তারেকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে রাজপথের পরীক্ষিত সংগঠক তারেকুর রহমানকে নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
|আরো খবর
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদকে বিজয়ী করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
তারেকুর রহমান ইতঃপূর্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মিডিয়া উপ-কমিটির সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তারেকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণতন্ত্রের আলোকবর্তিকা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “জননেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আজ বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ঐক্যবদ্ধ। তাঁর সাহসী দিকনির্দেশনাই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মূল শক্তি।” একই সাথে তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এই দায়িত্ব কেবল আমার একার নয়, এটি ফরিদগঞ্জের প্রতিটি বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। জনগণের আস্থার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, “ফরিদগঞ্জ আমার মাটি ও মানুষের জায়গা। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবো এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবো।”তারেকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার গ্রামের সন্তান।








