শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:২৩

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে :

....... ড. মো. জালাল উদ্দিন

মাহবুব আলম লাভলু।।
ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে :

চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি-২০২৬) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্ৰামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই কর্মসূচিসমূহ বাস্তবায়ন করতে হলে এবং মতলব উত্তর-দক্ষিণের সার্বিক উন্নয়নের জন্যে অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

ড. জালাল উদ্দিন বলেন, আমি আপনাদের অনুরোধ করবো—কোনো উসকানিতে পা দেবেন না, কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না। আমরা আইন মেনে, নিয়ম মেনে, সংগঠিতভাবে জনগণের কাছে যাবো। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেবো—শান্তভাবে, দৃঢ়ভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে। আমাদের শক্তি জনগণ। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে না—ইতিহাস তার সাক্ষ্য দেয়। আমি দৃঢ় বিশ্বাস করি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, যদি শৃঙ্খলা বজায় রাখেন, যদি মানুষের পাশে দাঁড়ান, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, সনাতন ধর্মাবলম্বীদের নেতা বললাম গোস্বামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, পৌর মহিলা দল নেত্রী নুরুন্নাহার শেফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি মো. জাকির হোসেন দর্জি, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়