শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২১:০৬

ফরিদগঞ্জের নলগোড়ায় আগুন লেগে সাবেক সেনা সার্জেন্টের বসতঘর পুড়ে গেছে

নুরুল ইসলাম ফরহাদ
ফরিদগঞ্জের নলগোড়ায় আগুন লেগে সাবেক সেনা সার্জেন্টের বসতঘর পুড়ে গেছে

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নলগোড়ায় সাবেক সেনা সার্জেন্ট (ইঞ্জিনিয়ার কোর) মো. আব্দুল আউয়ালের বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ঘটে এ ঘটনা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানা যায়নি। তবে সন্দেহের কারণে মো. আব্দুল আউয়াল ফরিদগঞ্জ থানায় শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) একটি অভিযোগ দায়ের করেন। মো. আব্দুল আউয়াল সপরিবারে ঢাকায় থাকেন। গ্রামে তার চৌচালা একটি টিনের ঘর ছিলো। মাঝে মাঝে তারা বাড়িতে এসে থাকেন। ঘরে প্রয়োজনীয় সকল আসবাবপত্রই ছিলো। সবকিছুই পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। আগুন দেখে বাড়ির লোকজন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে যায়। আগুন লাগার বিষয়টি ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। বিষয়টি পূর্ব পরিকল্পিতও হতে পারে-- এমন কিছু আলামত পাওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সোমাই বেপারী বাড়ির বাসিন্দা জাকির হোসেন বলেন, যখন আগুন লাগে তখন মাগরিবের সময়। কীভাবে আগুন লেগেছে আমরা জানি না। আগুন লাগার দৃশ্য দেখে আমরা ছুটে যাই এবং নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস আসে।

ক্ষতিগ্রস্ত মো. আব্দুল আউয়াল বলেন, আমি সপরিবারে ঢাকায় থাকি। মোবাইলের মাধ্যমে আগুন লাগার খবর পাই। বাড়িতে এসে আলামত দেখে আমার সন্দেহ হয়। কেউ হয়তোবা শত্রুতাবশত আগুন লাগাতে পারে। তাই আমি ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। আগুনে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদগঞ্জ থানার এস আই বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আগুন কীভাবে লাগছে সে তথ্য পাইনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়