প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:২৩
ফরিদগঞ্জে গণসংযোগ ও পথসভায় দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ফরিদগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি পূর্ব মনতলা জামে মসজিদ, ছালিয়া পাড়া ও দিঘলদাইর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। আনন্দ বাজারের কাজী বাড়ি, হাওলাদার বাড়ি সহ বিভিন্ন যায়গায় একাধিক উঠান বৈঠকেও বক্তব্য রাখেন । দুপুরের বিরতির পর বিকেল ৩টা থেকে এশার নামাজের পর পর্যন্ত পুনরায় নির্বাচনী কার্যক্রম চলমান থাকে। এ পর্বে উদয়রামপুর আবুবকর ভাইয়ের বাড়িতে উঠান বৈঠক, ৮নং ইউনিয়ন কেচুয়ালী ইউনিয়ন মার্কেটে আসর নামাজ ও জনসভা, গাজীপুর বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক এবং এশার নামাজের পর চরবস্ত এলাকায় গণসংযোগ করেন।
পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ হারুন-অর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, চাঁদপুর শহর সেক্রেটারী বেলায়েত হোসেন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় ভোটারদের মধ্যেও এ গণসংযোগ কর্মসূচি ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে। ৩নং ইউনিয়নের এক ভোটার বলেন, আমরা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচারের কথা শুনে আসছি। প্রার্থীরা মাঠে নেমে সরাসরি মানুষের কথা শুনছেন এটাই ভালো দিক। আরেক ভোটার জানান, কে কেমন কাজ করবে, সেটা দেখেই আমরা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবো। আজকের কর্মসূচিতে এসে প্রার্থীর কথা শুনে বিষয়গুলো ভেবে দেখছি।
দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকায় নির্বাচনী পরিবেশ সরব হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








