প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫
অস্ট্রেলিয়ার সৈকতে মর্মান্তিক ঘটনা
সন্তানদের বাঁচাতে নিজেরা হারিয়ে গেলেন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে বাচ্চাদের বাঁচাতে গিয়ে ডুবে মারা গেলেন বাংলাদেশি দম্পতি ও সাবেক দুই শিক্ষার্থী
|আরো খবর
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি, যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, গত শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল নামক সমুদ্র সৈকতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এসময় তারা তাদের দুই সন্তানকে পানির ভাটার টানে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে মারা যান।
এ ঘটনায়, তাদের দুই মেয়ে সুস্থ অবস্থায় উদ্ধার হলেও, স্বপন ও পাপড়ি পানির তলায় ডুবে যান। স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। শহিদুল হাসান স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সাবরিনা আহমেদ পাপড়ি খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তারা একটি বড়দিনের ছুটিতে কয়েকটি পরিবারের সঙ্গে ওয়ালপোল সৈকতে গিয়েছিলেন। সমুদ্রে বাচ্চাদের ডুবন্ত অবস্থায় দেখে, তাদের বাঁচাতে তারা সমুদ্রে নেমে যান। বাচ্চাদের জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তারা দুইজন পানিতে ডুবে যান।
এই অকাল মৃত্যুর খবরে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) শোক ও সমবেদনা জানিয়েছে।