বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৪

চাঁদপুর মডেল থানার ওপেন হাউজ ডেতে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী

সকলের সহযোগিতায় চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করবো

গোলাম মোস্তফা
সকলের সহযোগিতায় চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করবো
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) বিকেলে থানার ২য় তলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী। তিনি বলেন, আপনাদের সহায়তা নিয়ে আমরা কাজ করি। ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলা ও পুলিশ আহত-নিহত হয়েছেন। কিন্তু চাঁদপুরে কিছুই হয়নি। আপনারা পাহারা দিয়েছেন বলে কোনো থানার ক্ষতিসাধন হয়নি। আমরা আপনাদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। তাছাড়া আমরা আপনাদের সহযোগিতা নিয়ে চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করবো। তিনি বলেন, সড়কে হাট-বাজার ও রাস্তাঘাটগুলোতে বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল করে স্থাপনা তুলে রাখা হয়েছে। এর জন্যে রাস্তাগুলো সরু হয়ে গেছে। যার ফলে রাস্তাগুলোতে প্রতিনিয়ত যানজট লেগে রয়েছে। রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার দায়িত্ব পৌরসভা সহ বিভিন্ন কর্তৃপক্ষের। আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো। তিনি আরো বলেন, চাঁদপুর শহরের সবচেয়ে বড় ব্যাধি হলো মাদক ও কিশোর গ্যাং। আমাদের উচিত আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে তার খোঁজ রাখা। সন্ধ্যার পর আপনার সন্তানদের ঘরের বাইরে নামতে দিবেন না। মাদকের বিরুদ্ধ আমাকে সরাসরি জানাবেন, আমি কথা দিচ্ছি, আপনার পরিচয় গোপন রেখে আমি নিজে অভিযান করবো। আমার সন্তান সন্ধ্যায় কোথায় যায়, কার সাথে মিশে তার খোঁজ অবশ্যই রাখতে হবে। কিশোর গ্যাং দমনে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া সভার শুরুতে স্বাগত বক্তব্যে বলেন, নভেম্বর মাসে কিশোর গ্যাংয়ের মামলা হয়েছে ৩টি, মাদক মামলা হয়েছে ১৮টি। আটক করা হয়েছে ২৫ জনকে। উদ্ধার করা হয়েছে ৩০০ পিচ ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজা। ডিসেম্বর মাদক মামলা হয়েছে ১৩টি। উদ্ধার করা হয়েছে ৪২৫ পিচ ইয়াবা। কিশোর গ্যাং বিষয়ে মামলা হয়েছে ২টি। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের সহ-সভাপতি মজিবুর রহমান লিটন, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, মজিবুর রহমান সুমন মস্তান, শাহ মো. জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, সাংবাদিক সেলিম রেজা, সাহাদাত হোসেন খান, নুরুজ্জামান কালু, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল সাত্তার মিয়াজী, জামায়াত নেতা মুকবুল ইসলাম মাস্টার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়