প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১২:০০
বুড়িচং উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা

কুমিল্লার
|আরো খবর
বুড়িচং উন্নয়ন ফোরামের উদ্যোগে 'তরুণদের কর্মসংস্থান ও বুড়িচং-এর উন্নয়ন' শীর্ষক এক ব্যতিক্রমী 'প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা' মঙ্গলবার (২ এপ্রিল ২০২৫) দিনব্যাপী বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং প্রধান আলোচক ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম এবং পরিচালনা করেন যৌথভাবে সাধারণ সম্পাদক মো. তারিক ইমাম, সাংগঠনিক সম্পাদক মো. বশীর আল হেলাল ও সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল হাসান, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সহ-সম্পাদক অ্যাডভোকেট আজম মোরশেদ আল মামুন লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আবদুল মুনতাকিম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুমিল্লা সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মো. গোলাম সারওয়ার সরকার।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন 'উদ্যোক্তা হওয়ার উপায় নিয়ে' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, 'স্বাস্থ্য সেবা খাতে ক্যারিয়ার গঠন' বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মো. মেহেদী হাসান, 'বিদেশে উচ্চ শিক্ষায় ক্যারিয়ার গঠন' বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, 'কৃষিতে ক্যারিয়ার গড়ুন' বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন এবং 'বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতি' বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়েদ হোসেন ইয়েন।
উল্লেখ্য যে, ওই অনুষ্ঠানে প্রায় দুশ' বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রশিক্ষণার্থীদের পাটের ব্যাগ খাতা ও কলম প্রদান করে রশিদ-রফিয়া ফাউন্ডেশন, টিশার্ট প্রদান করে 'ডা. সারওয়ার এন্ড ইঞ্জি. বুলবুল ফাউন্ডেশন' এবং মগ উপহার প্রদান করে 'গ্লোরিয়াস প্রপার্টিজ লিমিটেড'।