বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ২২:২৬

মতলব উত্তরে মেঘনায় ডুবে কিশোরীর মৃত্যু

মাহবুব আলম লাভলু ।।
মতলব উত্তরে মেঘনায় ডুবে কিশোরীর মৃত্যু

মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে ডুবে সুমনা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) দুপুর আনুমানিক ২ টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেয়েটির নাম সুমনা আক্তার (১২)। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহমেদের মেয়ে। সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসে ভাতিজার সাথে দুপুরে মেঘনা নদীতে ষাটনল পর্যটনের দিক দিয়ে গোসল করতে নামে। তখন সে ডুবে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে।

মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের জন্যে মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি খবর দেই। ডুবুরি এসে সুমনা নামের ওই মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার ভাই মতলব উত্তরের লালপুর এলাকায় ভাড়া থাকে। সেখান থেকে নদীতে এসেছিল গোসল করতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়