প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১২:৫৩
মতলবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
যখন আমরা আল্লাহর জন্য কাজ করবো তখন আমাদের বিজয় সুনিশ্চিত
বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মোাবিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মোবিন বলেছেন, সমাজকে শান্তি শৃংখলায় রাখার জন্য কখনো নেতৃত্ব শূণ্য রাখা যাবে না। ভালো মানুষ এগিয়ে না আসলে খারাপ মানুষরা এগিয়ে যাবে। তাই সকল ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সংখ্যা কম নিয়ে বিব্রত হবে না, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না। কোন ব্যক্তির জন্য কাজ করবেন না, আল্লাহর জন্য কাজ করবেন। তাহলে কখনোই পরাজিত হবেন না। আল্লাহ এবং রাসুলের কখনো পরাজিত হবেন না। যখন আমরা আল্লাহর জন্য কাজ করবো, তখন আমাদের বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন, দান নেয়ার চেয়ে দান দেয়ার হাত উত্তম। একজন মুসলমান সব সময় আল্লাহ তায়লার ডিউটিতে থাকে। মুসলমানের কোন কাজ ইবাদতের বাহিরে হয় না। আজকে আমাদের সারাদিন আনন্দের যাবে, কারণ আমাদের দ্বীনি ভাইদের সাথে দেখা হয়েছে। কেয়ামতের দিন দুনিয়ার বন্ধুরা শত্রæতে পরিনত হবে, কিন্তু মোত্তকিরা ছাড়া। মোত্তাকিরা দুনিয়াতেও বন্ধু এবং কেয়ামতেও বন্ধু হিসেবে থাকবে।
|আরো খবর
আজ মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) মতলব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মোঃ জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মোঃ কবির হোসেন দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আমির মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী, ঢাকা ট্যাক্সের বার বিভাগের প্রচার সম্পাদক আয়কর আইনজীবি মোঃ আনোয়ার হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকার যাত্রাবাড়ির বায়তুলমাল সম্পাদক হোসাইন ফরহাদ। বক্তব্য রাখেন, বৃহত্তর মতলব ছাত্রশিবিরের সাবেক সভাপতি গোলাম মাওলা, কাদলা ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, মতলব পৌরসভার সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান প্রধান, সাবেক ছাত্রনেতা মোঃ হযরত আলী, মোঃ আরিফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ টিপু সুলতান। অনুষ্ঠানে শেষে দোয়া ও মোনাজাত করেন ওলামা বিভাগের সহ-সভাপতি মওলানা মোঃ ইয়াছিন প্রধান।
এ সময় পৌর জামায়াতের রুকন, কর্মী, সমর্থন ও সুধীজন উপস্থিত ছিলেন।