প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ২২:৩৯
দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে হবে
--- অধ্যাপক ডা. শামীম আহমেদ

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শামীম আহমেদ বলেছেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহানা না করে এবং সময় ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণ আর দিনের ভোট রাতে দিতে চায় না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচারী হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিলো। তাই এখন দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে।
|আরো খবর
মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপুর বাবা মরহুম আবদুর রহমান বেপারীর কবর জিয়ারত শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ এ কথা বলেন।
এ সময় হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জামাল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদ হাসান টিপুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।