বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২১:৩১

ওসি নিজেই গুঁড়িয়ে দিলেন কিশোর গ্যাংয়ের আস্তানা

গোলাম মোস্তফা
ওসি  নিজেই গুঁড়িয়ে দিলেন কিশোর গ্যাংয়ের আস্তানা
কিশোর গ্যাং গ্রুপের তৈরিকৃত আড্ডাস্থল গুঁড়িয়ে দিচ্ছে মডেল থানা পুলিশ

চাঁদপুর শহরসহ সর্বত্র আলোচিত ভয়ঙ্কর সামাজিকব্যাধি হিসেবে কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের উৎপাত। এটি দমনে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে মডেল থানা পুলিশ নানামুখী কার্যক্রম চালাচ্ছে। তারই অংশ হিসেবে এবার কিশোর গ্যাং গ্রুপ দমনে তাদের আড্ডাস্থল ওসি মোঃ বাহার মিয়া নিজে উপস্থিত থেকে গুঁড়িয়ে দিলেন। জানা যায়, প্রতিদিনের ন্যায় ২০ নভেম্বর বুধবার বিকেলে সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে কিশোর গ্যাং গ্রুপ দমনে চাঁদপুর শহরে মহড়া দেয়া হয় । এ সময় শহরের সাবেক সিএনজি স্ট্যান্ড বা ল্যাংটা বাড়ির সামনে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা আড্ডা দেয়ার জন্যে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করছে বলে অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে ওসি বাহার মিয়া নিজেই ফোর্স নিয়ে চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়া সংলগ্ন ল্যাংটা বাড়ির কিশোর গ্যাং গ্রুপের তৈরিকৃত আস্তানা গুঁড়িয়ে দেন। স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ল্যাংটা বাড়ি সংলগ্ন রেললাইনের দক্ষিণ পাশে দোকানের পেছনে খোলা মাঠ তৈরি করে সেখানে একত্রিত হয়ে নানা অপরাধমূলক কাজে জড়িত হতো। এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, কিশোর গ্যাং গ্রুপ শুধু নয়, এ শহরের সকল ধরনের অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। তাই সকল ধরনের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্যে শহরবাসী এগিয়ে আসবেন এমন প্রত্যাশা আমাদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়