প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:৪০
সদর মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি জিআর মামলার সাজাপ্রাপ্ত ২জন আসামীকে আটক করেছে। জানা যায়, গত ১৭ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন ও উত্তর শ্রীরামদী এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলার ২জন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়। এদের একজন মোঃ বারেক হাওলাদার (৩৮) পিতা : মৃত রমিজ উদ্দিন হাওলাদার, নিশি বিল্ডিং এলাকা, চাঁদপুর। তার বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের সাজা রয়েছে। জিআর-২৬৫/২০২১ (সদর), চাঁদপুর সদর মডেল থানার মামলা-নং১৮, তারিখ-০৮/০৫/২০২১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ১০ (ক)। অপর আসামী হচ্ছে মোঃ শাহজালাল ছৈয়াল, পিতা মৃত শামসুল হক ছৈয়াল, সাং মধ্য বিষ্ণুুপুর, চাঁদপুর সদর, চাঁদপুর। তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর-১৭৩/২০১১ মূলে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত ২ আসামীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।