প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০১:৩৬
আইন-শৃঙ্খলা, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং দমন নিয়ে সরব আলোচনা
চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডে

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমনসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে
|আরো খবর
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে থানার কম্পাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি।
থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার সভাপতিত্বে ও এসআই নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই মো. ফেরদৌস হোসেন ও বিট অফিসার এসআই মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানাধীন ৮নং বাগাদী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান রনি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন,
পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে অপরাধ নির্মূলের প্রধান হাতিয়ার। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে থানার অফিসার ও ফোর্সসহ শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেন।
ডিসিকে/এমজেডএইচ