বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ২২:২৩

গাছের আম পাড়তে বাধা

কচুয়ায় মন্দিরের সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায়  মন্দিরের সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন রতন চন্দ্র দেবনাথ।

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে অবস্থিত শ্রীশ্রী সর্বজনীন গোপাল জিউ মন্দিরের সাধারণ সম্পাদক রতন চন্দ্র দেবনাথ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) দুপুর ১২টায় মন্দির কমপ্লেক্সের আম গাছ থেকে এলাকার উঠতি বয়সের কিছু যুবক আম পেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক ওই যুবকদের বাধা প্রদান করলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে দশ থেকে পনের মিনিটের মধ্যে শাকিলের নেতৃত্বে ওই যুবকরা মন্দির কমপ্লেক্সের সাথে অবস্থিত রতন দেবনাথের দ্বিতল ভবনের নিচতলার বাসভবনে অতর্কিত হামলা চালায়। হামলায় রতন দেবনাথ (৬৫), অন্তর দেবনাথ (৩০) ও অন্তর দেবনাথের শ্বশুর হরিলাল দেবনাথ (৭০) আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্দির কমিটির সভাপতি অরুণ আচার্য জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ঘটনাটি অবগত করা হয়েছে। সন্ধ্যার মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা না হলে আইনিভাবে মন্দির কমিটির পক্ষ থেকে ব্যবস্থাগ্রহণ করা হবে।

তিনি আরো জানান, একশ' এগারো শতাংশ জমির ওপর এ কমপ্লেক্সটি অবস্থিত। এখানে গোপাল জিউ, রক্ষা কালী ও দুর্গা মন্দির রয়েছে। বর্তমানে সরকারি এবং এলাকাবাসীর সহযোগিতায় মন্দিরে দৃশ্যমান উন্নয়ন চলমান। গত কয়েক মাস পূর্বে মন্দিরের দান বাক্স ভেঙ্গে অর্থ লোপাট করেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী জানায়, এ কমপ্লেক্সের ভেতরে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে দুটি ঘাটলা ও পুকুর খনন করা হয়। প্রায় প্রতিদিনই এলাকার একদল বখাটে যুবক মন্দিরের ঘাটলায় বসে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। এছাড়াও কমপ্লেক্সে অবস্থিত বিভিন্ন ফলদ গাছের ফল-ফলাদি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় লুটপাট করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়