শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি

কাউছার তপদার সৌরভ
বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি কাউছার তপদার সৌরভ

আমি ভালোবাসি আমার বাংলাদেশকে,

ভালোবাসি এই দেশের মাটি আর মানুষের চোখে,

যতদূর চোখ যায় সবখানে দেখি,

শান্তির ছায়া, ভালোবাসার রেখি।

তোমরা ভালোবাসো, নিজেকে যেমন,

ভালোবাসো মাকে যেভাবে নিরন্তন,

দেশ হলো মাতৃত্বের পবিত্র বন্ধন,

তাই এসো, সৃষ্টি করি মিলনের মন্দ্রন।

তোমরা এখানে অশান্তি কোরো না,

ঘৃণার আগুনে দেশ পোড়াও না,

ভালোবাসা হোক আমাদের পথের আলো,

বাংলাদেশ হোক শান্তির ভালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়