বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ২১:২০

নিজগাছতলা ঈদগাহে বিশাল জামাত

সোহাঈদ খান জিয়া।।
নিজগাছতলা  ঈদগাহে বিশাল জামাত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী প্রাচীন ঈদগাহের ঐতিহ্য বজায় রেখে অনুষ্ঠিত এই জামাতে ৭ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন।

ইমামতি করেন বাগাদী দরবার শরীফের মরহুম পীরে কামেল আলহাজ্ব আল্লামা আরিফ উল্যাহ খান (রহ.)-এর বড় সাহেবজাদা ও খলিফা, বিশিষ্ট ইসলামী গবেষক আলহাজ্ব আল্লামা আশেকুল আরেফিন সিদ্দিকী।

জামাতটি ৭টি গ্রামের মুসল্লিদের এক মহামিলনমেলায় পরিণত হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূরদূরান্ত থেকে মানুষজন সমবেত হন এ ঈদগাহে। বিভিন্ন বয়সের হাজারো মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। যা এলাকাবাসীর মাঝে এক অপূর্ব ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে।

ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে বাগাদী দরবার শরীফ থেকে বিশেষ ঈদ মিছিল বের করা হয়। হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি দরবার শরীফ থেকে শুরু হয়ে ঈদগাহ ময়দানের দিকে অগ্রসর হয়। মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে প্রিয়জনদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন । নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ জামাতকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিশেষ করে শতাব্দীপ্রাচীন এই ঈদগাহ ময়দানকে ঘিরে ছোট-বড় সব বয়সের মানুষের মধ্যে এক অন্যরকম উদ্দীপনা দেখা যায়। বাগাদী দরবার শরীফের পীর সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত ঈদ মিছিল ও জামাত এলাকাবাসীর হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভক্তির স্থান করে নেয়।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নামাজিদের সহযোগিতায় নিয়োজিত ছিল।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক। কার্যকরী সভাপতি রোটারিয়ান মো. মিজানুর রহমান খান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ খান নোমান সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান।

ঈদুল ফিতরের এই জামাত স্থানীয় জনগণের মাঝে গভীর আবেগের প্রতীক হয়ে উঠেছে। যা যুগের পর যুগ ধরে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রেখেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়