বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ২২:৩১

দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও যুদ্ধ চলবে

--এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

কামরুজ্জামান টুটুল।।
দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও যুদ্ধ চলবে

সোমবার (৩১ মার্চ ২০২৫) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপি'র মুখ্য সমন্বয়ক ও শাহরাস্তির কৃতী সন্তান মো. নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় তিনি বলেন, দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপস করতে আসবে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে সকল হত্যার বিচার বাংলার মাটিতে করা হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা বরাবর করে আসছি। এই ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের দাবি আমরা করে যাবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে দেশের জনগণের জন্যে মুলা ঝুলিয়েছিলো। সে ক্ষেত্রে আমাদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব নির্মাণ করতে চাই।

জুলাই আন্দোলনে সকল শহীদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন চাঁদপুরের এই কৃতী সন্তান।

এনসিপির এই নেতা শহীদ আজাদ সরকারের কবর জিয়ারত করেন। এ সময় এনসিপির উপজেলার বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় একই বছরের ১৪ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়