বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৩:০৯

শ্রীনগরে ফুটপাতে ব্যবসা মন্দা, হতাশ ক্ষুদ্র ব্যবসায়ী বাদশা ব্যাপারী

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ফুটপাতে ব্যবসা মন্দা, হতাশ ক্ষুদ্র ব্যবসায়ী বাদশা ব্যাপারী

মুন্সীগঞ্জ, ৩০ মার্চ ২০২৫: মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটপাতে ভাসমান দোকান নিয়ে ব্যবসা করছিলেন বাদশা ব্যাপারী। রমজানের শুরুতেই ঢাকা চকবাজার থেকে শিশুদের খেলনা, জামাকাপড় ও মহিলাদের কসমেটিকস কিনে এনে দোকানটি সাজিয়েছিলেন। আশা ছিল ঈদ উপলক্ষে জমজমাট ব্যবসা হবে। কিন্তু ক্রেতাদের উপস্থিতি কম থাকায় তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

বাদশা ব্যাপারী জানান, “অনেক আশা নিয়ে দোকানটি সাজালেও ব্যবসা মন্দা থাকায় লাভ তো দূরের কথা, মূল পুঁজি পর্যন্ত তুলতে পারিনি। আজ চাঁদ রাত, রাত দশটা পর্যন্ত দোকান খুলে রেখেছি, কিন্তু বিক্রি তেমন হয়নি। বাধ্য হয়ে ছেলে নিয়ে অবিক্রীত পণ্যগুলো গুদামে রাখছি।"

তিনি আরও বলেন, “রাত পেরোলেই ঈদ, অথচ এখনো সন্তানদের জন্য নতুন পোশাক কেনা তো দূরের কথা, সকালের নাস্তার জন্য সেমাই-চিনিও কিনতে পারিনি।”

বাদশা ব্যাপারী একসময় শ্রীনগরের একটি বাজারে কাপড়ের দোকান চালাতেন। তবে লোকসানের কারণে ফুটপাতে ব্যবসা শুরু করেন। সংসার চালানোর একমাত্র ভরসা এই ছোট্ট দোকানটিই। কিন্তু এবারের রমজানে বাজার মন্দা থাকায় তিনি চরম সংকটে পড়েছেন।

ঈদ বাজারে ক্রেতা সংকটের কারণে বাদশার মতো অনেক ক্ষুদ্র ব্যবসায়ী লোকসানে পড়েছেন। ফুটপাতের ব্যবসায়ীদের দাবি, স্থানীয় প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়