বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪৮

ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের শিশু পুত্রের আবেদন

এমকে মানিক পাঠান।।
ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের শিশু পুত্রের আবেদন

ফরিদগঞ্জের সাবেক এমপি, বর্তমানে চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদের শিশুপুত্র আদিল আহাম্মেদও ঘরে বসে নেই। বাবার জন্যে ধানের শীষের ভোটের আবেদন করে চলছেন। তার মা ও বড় বোনের সাথে বের হয়ে বক্তব্য রেখে প্রতিদিন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন।

গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) পাইকপাড়া ইউনিয়নে আয়োজিত নির্বাচনী প্রচারে লায়ন হারুনুর রশিদের শিশু পুত্র আদিল তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই সবাইকে সালাম জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোটের আবেদন করে বলেন, আপনারা আমাদের জন্যে দোয়া করবেন। পাশাপাশি আমিও আপনাদের জন্যে দোয়া করি। তার সংক্ষিপ্ত এ বক্তব্য শুনে উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে দেখা যায়। এ সময় খলিলের পাশেই বসা ছিলেন তার মা ও বড়ো বোন।

লায়ন হারুনুর রশিদ ও তার পরিবারের অতি আদরের ও মায়াবী চেহারার অধিকারী শিশু পুত্র মেধাবী আদিল আহাম্মেদ ঢাকার গুলশানে মানারত ইন্টারন্যাশাল স্কুলে পড়ছেন দ্বিতীয় শ্রেণীতে। এই অল্প বয়সে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সবার মন জয় করে চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়