প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:২২
৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

অবিলম্বে ঘেষিত ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এমনিতেই দ্রব্যমূল্যের উচ্চ গতিতে হিমশিম খাচ্ছি। সরকার ঘোষিত ৯ম পে-স্কেল আমরা মেনে নিয়েছি। কিন্তু এর প্রজ্ঞাপন জারি না করে নতুন সরকারের ঘাড়ে চাপিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। তা কোনো মতেই আমরা মেনে নেবো না। আমাদের দাবি, অবিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েই আমরা এর বাস্তবায়ন দাবি করছি। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি ট্রেনিং অফিসের মো. পাভেল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শংকর দেবনাথ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মো. ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক অফিসের হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসের কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসের কামাল হোসেন, উপজেলা এলজিইডি অফিসের খোরশেদ আলম, সমাজসেবা অফিসের গোলাম মোস্তফা, হামিদুর রহমান জুয়েল, যুব উন্নয়ন অফিসের ফারজানা,আব্বাস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য বিভাগের আ. জাব্বার, মামুনুর রশিদ ও ফারুক হোসেন।








