প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬
বাজুস চাঁদপুর জেলা শাখা নির্বাচন ২০২৫-২০২৭
চেয়ারম্যান মোস্তফা ফুল মিয়া ও সাধারণ সম্পাদক মানিক পুনঃনির্বাচিত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ মেয়াদের আনুষ্ঠানিক ফলাফল বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত ৯টায় ঘোষণা করা হয়েছে। চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে ১৭টি পদের বিপরীতে প্রার্থী ১৭জনই হওয়ায় অর্থাৎ কোনো পদেই প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী না থাকায় ১৭জনকেই নির্বাচিত ঘোষণা করা হয়। এতে মোস্তফা ফুল মিয়া চেয়ারম্যান এবং মানিক পোদ্দার সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন।
গত ৪ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ভোটের দিন ধার্য করা হয় ২৪ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর দেখা গেছে যে, ১৭টি পদের বিপরীতে ১৭জন প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনী বোর্ড কর্তৃক সকলেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হন। তফসিল অনুযায়ী ২৪ ডিসেম্বর ভোট হওয়ার কথা থাকলেও কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় বৈধ ১৭ প্রার্থীকেই নির্বাচন বোর্ড কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যগণ হচ্ছেন : চেয়ারম্যান-মো. মোস্তফা ফুল মিয়া, সহ-সভাপতি-মানিক মজুমদার, অজিত সরকার, জয়রাম রায় ও নয়ন রায়, সাধারণ সম্পাদক-মানিক পোদ্দার, সহ-সম্পাদক-নজির আহমেদ, রঞ্জন ঘোষ, জামিল আহমদ, মাসুদ মাল ও তাপস পাল, কোষাধ্যক্ষ-বাবুল কর্মকার, কার্যনির্বাহী সদস্য-নবজিত চন্দ্র দাস, নাজির উদ্দীন, সুবল সরকার, পার্থ চন্দ্র বিশ্বাস ও মো. আহসান উল্যা।








