শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন

সালেহ আহমদ (স'লিপক)
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন

কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য' স্লোগান ধারণ করে চেয়ার প্রতীক নিয়ে পথচলা সুফিভাবধারার ইসলামি রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি (২৯ নভেম্বর ২০২৫) শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এম সারওয়ার আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা।

সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমানকে সভাপতি এবং পীরজাদা মো. সালাহ উদ্দীন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির দায়িত্বশীল অন্যরা হলেন :;সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম খাঁন, সহ-সভাপতি অধ্যক্ষ এম এম সারওযার আলম, মাওলানা মজিবুর রহমান রেজভী, সহ-সাধারণ সম্পাদক পীরে তরীকত মাসউদুল হাসান, মো. জয়নাল আবেদীন, মো. রিপন হায়দারী, সাংগঠনিক সম্পাদক পীরজাদা জুনাঈদ চিশতী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল কাশেম, প্রচার সম্পাদক মাওলানা আরমান হোসাইন রেজভী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর শাহাদৎ হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আবু মুসা, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মাওলানা আব্দুর রাকিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈয়বা আক্তার প্রমুখ।

প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে বাইতের মহব্বত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, এদেশে আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে। সুতরাং আমাদেরকে আউলিয়া কেরামদের পথ ও মতে চলতে হবে। সর্বোপরি তিনি দ্বীন ও মিল্লাতের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আমরা সুন্নি জোটবদ্ধ হয়েছি জোট যেখানে যাকে প্রার্থী দিবে আমরা সে প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা চালাবো ইনশাআল্লাহ। তিনি আরো উল্লেখ করেন, আমি আমার দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার মার্কা প্রতীক নিয়ে নোয়াখালী আসন থেকে তিনবার নির্বাচন করেছি, যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি আসন। যেখানে আওয়ামী লীগের ওবায়দুল কাদের এবং বিএনপির মওদুদ আহমেদ ছিলেন। কিন্তু এই বৎসর ইসলামী ফ্রন্টের প্রার্থী আসবে তাই আমি আমার চেয়ার মার্কার নির্বাচন বাদ দিয়ে ইসলামী ফ্রন্ট এর প্রার্থীর পক্ষে কাজ করবো।

পরিশেষে প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা সবাইকে নিয়ে মিলাদ কিয়ামের পর মোনাজাত পরিচালনা করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়