প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১৮:৫৩
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

ঈদের দিন ভোর বেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাহরাস্তি উপজেলার পরানপুর গ্রামের হাফেজ মাওলানা মোহাম্মদ জাবেদ হোসেন। সোমবার (৩১ মার্চ ২০২৫) ভোর ৬ টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে এলাকাবাসী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, পরানপুর মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে জাবেদ হোসেন। তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করার উদ্দেশ্যে যাওয়ার পথে সে এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী ভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।