বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ২২:২৭

ডা. মোজাম্মেল হকের মায়ের কুলখানি সম্পন্ন

কামরুজ্জামান টুটুল।।
ডা. মোজাম্মেল হকের মায়ের কুলখানি সম্পন্ন

হোমিও চিকিৎসা জগতের অন্যতম পথিকৃৎ হাজীগঞ্জের কৃতী সন্তান মরহুম আলহাজ্ব ডা. সামছল হক পাটওয়ারীর সহধর্মিণী এবং আদর্শ হোমিওপ্যাথিক কলেজ, চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মোজাম্মেল হক পাটওয়ারীর মা মোসা. জাহানারা বেগম (৯২)-এর কুলখানি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩১ মার্চ ২০২৫ ) বাদ জোহর মরহুমার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর উত্তর পাড়া পাটওয়ারী বাড়ি জামে মসজিদে দোয়া ও পরে কবর জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আক্তার হোসেন পাটোয়ারী।

মোসা. জাহানারা বেগম গত শনিবার তাঁর সেজো ছেলে ডা. সাহিদুল হক পাটওয়ারীর চাঁদপুরের বাবুরহাটস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ও একইদিন রাতে মরহুমাকে পারিবারিক গোরস্তানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। কুলখানির দোয়া ও কবর জিয়ারতে অংশ নেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ মরহুমের সকল সন্তান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মরহুম ডা. সামছল হক পাটোয়ারী ও জাহানারা বেগম দম্পতির পাঁচ পুত্র সন্তানই খ্যাতিমান হোমিও চিকিৎসক। তাঁরা হচ্ছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী, অধ্যাপক ডা. মো. মমিনুল হক পাটওয়ারী, অধ্যাপক ডা. মো. সাহিদুল হক পাটওয়ারী , অধ্যাপক ডা. মো. এনামুল হক পাটওয়ারী ও অধ্যাপক ডা. মো. একরামুল হক পাটওয়ারী। এছাড়া তাঁদের এক কন্যা, তিন নাতিও হোমিও চিকিৎসা করছেন। এমনকি

পুত্রবধূ, কন্যার জামাতাও হোমিও শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন এবং আরো ক'জন নাতি হোমিও শাস্ত্রে অধ্যয়নরত আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়