প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
চান্দ্রায় কেন্দ্রীয় তাঁতীদল নেতার পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ-সহযোগী সংগঠন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শফিকুর রহামনের পিতা বিশিষ্ট ঠিকাদার মরহুম মোকলেছুর রহমান পাটওয়ারীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ তার নিজ বাড়ি ও মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও কুলখানি অনুষ্ঠানে এলাকাবাসী ও মরহুমের আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন।
গত ১৭ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১২ টায় চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে মোকলেছুর রহমান ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।