প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ২০:৩০
চাঁদপুর আউটার স্টেডিয়ামে ঈদুল ফিতরের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির আয়োজনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮টায় ঈদ জামাতে ইমামতি করেন চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও শেরেবাংলা ছাত্রাবাস মসজিদের খতিব মাওলানা আ ন ম মুহিবুল্লা। ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর। ঈদ জামাতে উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসানউল্লাহ, ঈদগাহ জামাত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম আলম, প্রফেসর মামুনুর রশিদ, আব্দুর রশিদ সর্দার, সহ- সভাপতি আব্দুর রশিদ মাস্টার, কামাল মুন্সি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রিপন আহম্মেদ, মাহমুদ আহমেদ মিঠু, শোয়েবুর রহমান, গোলাম মুর্তজা চৌধুরী আপেল, অ্যাডভোকেট আকতার সরকার, সাংগঠনিক সম্পাদক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, সদস্য ছানাউল্লা, জাহাঙ্গীর, চয়ন, বেলাল,
মুসল্লি আলম সহ কয়েক হাজার মুসল্লি। তারা
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।