প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২১:৪১
ছাত্রলীগের পর কাদের ছত্রছায়ায় আবারো জমজমাট বাবুরহাট হাই স্কুলের সামনের অটো স্ট্যান্ড?
ইভটিজিং ও দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা

আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বাবুরহাট হাই স্কুলের সামনের অটোবাইক স্ট্যান্ডটি জমজমাটভাবে চলছে। চলছে প্রত্যেক অটো থেকে চাঁদাবাজি। এখান থেকেই অর্থের যোগান হচ্ছে কিশোর গ্যাংসহ মাদকসেবীদের।
|আরো খবর
বিগত সরকারের আমলে ছাত্রলীগের ছত্রছায়ায় পৌরসভার নিবন্ধনবিহীন ব্যাটারীচালিত অটোবাইক দিয়ে অবৈধভাবে গড়ে উঠে বাবুরহাট হাই স্কুলের সামনের অটো স্ট্যান্ড। ছাত্রলীগের ছত্রছায়ার গড়ে ওঠা এই অবৈধ অটো স্ট্যান্ডটি বিগত সরকারের আমলে উচ্ছেদ হলেও বর্তমানে আবারো জমজমাটভাবে চলছে । ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ইভটিজিংয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিংসহ নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। বাবুরহাট হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বর্তমানে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকেও এই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। কয়েক বছর আগে চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশ ও ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন পৌর মেয়রের নির্দেশে স্কুলের সামনে থেকে অটো স্ট্যান্ডটি অপসারিত হয়। বর্তমানে
ছাত্রলীগ না থাকলেও এখন কাদের ছত্রছায়ায় এই অটো স্ট্যান্ডটি চলছে--এই প্রশ্ন সাধারণ জনগণের।উল্লেখ্য, ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বাবুরহাট হাই স্কুলের সামনে অটোস্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্যে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সামনে অটো স্ট্যান্ড বসিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। অটো স্ট্যান্ডকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মাদকসেবী ও বখাটেদের আড্ডা জমে এবং এ আড্ডা থেকে বিদ্যালয়ের ছাত্রীরা ইভটিজিং ও অপহরণের শিকার হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিদিনই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে করোনাকালীন সময়ের পূর্বে স্থানীয় কয়েকজন উদ্যোগ নিলেও সরাতে পারেনি এই অটো স্ট্যান্ডটি। পূর্বে এই অটো স্ট্যান্ডটি ছাত্রলীগের ছত্রছায়ায় পরিচালিত হতো।
এ বিষয়টি নিয়ে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর 'বাবুরহাট স্কুলের সামনে অটোস্ট্যান্ড বসিয়ে ছাত্রলীগের চাঁদাবাজি।। ইভটিজিংয়ের শিকার ছাত্রীরা' এমন শিরোনামে চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়।
ওই সংবাদেও এই অটো স্ট্যান্ডকে কেন্দ্র করে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বলে উল্লেখ করা হয়। এই কিশোর গ্যাংয়ের সদস্যরাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানা রকম বিশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ছে ও বিদ্যালয়ে আগত ছাত্রীদের এবং এই সড়কে চলাচলকারী কিশোরীদের উত্ত্যক্ত করছে বলে জানা যায়।
বিদ্যালয়ের সামনের এ অটো স্ট্যান্ডটির কারণে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। স্থায়ীভাবে বিদ্যালয়ের সামনে থেকে অটো স্ট্যান্ডটি সরিয়ে নেয়ার জন্যে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাবুরহাট হাই স্কুল ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও বাবুরহাট এলাকার সচেতন জনগণ।