শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:০৮

উল্টোরথে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা

উল্টোরথে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা
অনলাইন ডেস্ক

চাঁদপুরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে কালীবাড়ি ও পুরাণবাজার ঘোষপাড়া ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণিল সাজে সজ্জিত ৩টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয় এই শোভাযাত্রা। পরে তা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, মুন্সেরপাড়া (গণি স্কুলের বিপরীত) এবং পুরাণবাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের ৮ দিনব্যাপী নানা অনুষ্ঠানের।

ইসকন চাঁদপুর জেলা সভাপতি শ্রীমান জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী ও পুরাণবাজার হরিসভা শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারীসহ চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ এবং ইসকন ও জগন্নাথ মন্দিরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের রথযাত্রা উৎসব চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।

১ম রথযাত্রা আরম্ভ হয় গত ২৭ জুন ২০২৫ (শুক্রবার)। উল্টো রথের মাধ্যমে শেষ হয় ৪ জুলাই শুক্রবার।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা শান্তিপূর্ণভাবে এবারের রথযাত্রা সম্পন্ন হওয়ায় সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়