প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৫:৪৩
শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের বৃক্ষরোপণ

'আসুন পরিবেশ বাঁচাই, বেশি করে গাছ লাগাই, একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাই' এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৪ জুলাই ২০২৫) শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ও টামটা দাখিল মাদ্রাসা চত্বরে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
|আরো খবর
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের
দলনেতা গাজী নাবিদ ইশতিয়াক সহ
আবদুল্লাহ নাবিদ, মেহেরাব হোসেন শান্ত, শাহরিয়ার নাফিজ,
আরাফাত হোসেন,
রাকিব হোসেন,
জাহিদ হাসান, মারুফ মজুমদার,
চয়নসহ যুব সদস্যবৃন্দ।বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা বলেন, ক্ষণিকের জীবনে ভালো কাজের বিকল্প নেই। আসুন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। শিক্ষার পাশাপাশি প্রতিদিন অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ভাল কাজ করি। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বনায়ন গড়ে তুলি। গাছের চারা লাগালেই শুধু হবে না, গাছের পরিচর্যা করতে হবে।