বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯

শাহরাস্তির শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি॥
শাহরাস্তির শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা মেধাবী ছাত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।

শাহরাস্তির ঐতিহ্যবাহী শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ওবায়দুল হক মজুমদার, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের কলেজ শাখার অধ্যক্ষ মো. আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক মো. আবদুর রহিম দেওয়ান প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু তাহেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক নাজমা আক্তার। উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহম্মদ, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. আবুল বাসার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, শিক্ষানুরাগী মো. হারুনুর রশীদ ষষ্ঠী, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. আব্দুল মান্নান, শিক্ষানুরাগী আবদুল মমিনসহ সাবেক পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়