শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০:৫৬

ফরিদগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন

তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হওয়ার কথা আামদের মনে রাখতে হবে : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হওয়ার কথা আামদের মনে রাখতে হবে : সাবেক এমপি  লায়ন হারুনুর রশিদ
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) দুপুরে গৃদকালিন্দিয়া বাজারে এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার সুদৃঢ় নেতৃত্ব ও তারেক রহমান আমাদের তারুণ্যের অহংকার। তাই বিএনপির পতাকাতলেই এদেশের তরুণদের জোয়ার। এ দেশের আপামর জনসাধারণ গত ১৭ বছর আমাদের পাশে ছিলেন বলেই স্বৈরাচার আমাদের দমাতে পারেনি। পতিত আওয়ামী লীগ এখন যেনো আমাদের ঘাড়ে ভর করতে না পারে সেজন্যে আমাদের সতর্ক থাকতে হবে। কোনোক্রমেই যেনো আমাদের সদস্য ফরম তাদের হাতে না যায়। মনে রাখতে হবে, বিএনপির ৩১ দফাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। পিআর নয়, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এলাকার জনপ্রতিনিধিরাই পারে মানুষের পাশে দাঁড়াতে, অন্যরা নয়। যাদের ভোটের মাঠে অবস্থান নেই, তারাই এখন এসব নিয়ে ব্যস্ত। তিনি বলেন, তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হয়--একথা আামদের মনে রাখতে হবে।

রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল খান, পৌর বিএনপি নেতা ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি নেতা শফিকুল ইসলাম স্বপন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, শ্রমিক দল নেতা আবুল কাশেম প্রমুখ। উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন পাটওয়ারী, মশিউর রহমান রিপন, আ. কাদের, ছাত্রদল নেতা আ. রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার রূপসা দক্ষিণ, গুপ্টি পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের হাতে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়