প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫
শ্রীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

মুন্সিগঞ্জের শ্রীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৬ সেপ্টেম্বর) তিনগাঁও খানকা মসজিদ এবং শ্রীনগর ও সিরাজদিখান ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। র্যালিতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
র্যালিটি সিরাজদিখান উপজেলার রক্ষিতপাড়া মাঠ থেকে শুরু হয়ে শ্রীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লৌহজং উপজেলার নওপাড়া-কুসুমপুর সড়ক হয়ে পুনরায় সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া খেলার মাঠে এসে শেষ হয়।

পরবর্তীতে তিনগাঁও খানকা মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
ডিসিকে/এমজেডএইচ