প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯
যৌথ বাহিনীর অভিযান
ফরিদগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। ফরিদগঞ্জ ও হাইমচর সেনাক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়।
|আরো খবর
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ফরিদগঞ্জ থানা পুলিশ ও ফরিদগঞ্জস্থ সেনাক্যাম্পের সেনা সদস্যদের নেতৃত্বে যৌথ বাহিনী তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা দক্ষিণ আলগী এলাকা থেকে ২৪টি দেশীয় অস্ত্র (১৪টি বড়ো ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি) উদ্ধার করে। পরবর্তীতে তা ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী চাঁদপুর জেলার সর্বত্র দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।