প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬
হাজীগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান লিটনের খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে অসহায়, দুঃস্থ ও মাদাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম মিজানুর রহমান লিটন।
|আরো খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তিনি রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) বাদ জোহর হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে তিন শতাধিক অসহায় ও দুঃস্থসহ শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
পৌর বিএনিপর সাবেক যুগ্ম সম্পাদক টিপু সুলতান জমিদার, বিএনপি নেতা জাকির মুন্সী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ গাজী ও মিজানুর রহমান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু তাহের, যুব নেতা জাকির হোসেন, আনোয়ার হোসেন, জসিম মৃধাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণকালে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের দুঃসময়সহ সবসময় বিএনপির সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই নির্বাচনী এলাকা থেকে আরো মনোনয়ন প্রত্যাশী আছেন। তবে দল যাকে মনোনীত করবে এবং যিনি মনোনয়ন পাবেন, আমরা তাঁর পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী ও তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করবো।