সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

শ্রীনগরে ২ টি বিদেশি পিস্তল,গুলি ও মাদকসহ ৩ জন আসামি গ্রেফতার

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ২ টি বিদেশি পিস্তল,গুলি ও মাদকসহ ৩ জন আসামি গ্রেফতার

অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অদ্য ৬ সেপ্টেম্বর সকাল নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ভাগ্যকুল আল-আমিন বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর, উক্ত আভিযানিক দল দ্রুত সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট অভিযান পরিচালনার সময় আসামিগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেফতার করা হয়, তবে ২ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা হলো: ১। মোঃ জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), পিতা- মৃত সেকেন্দোর হোসেন আলী, সাং- মাওয়া পুরাতন ঘাট, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ; ২। মোঃ দোলোয়ার হোসেন (দেলু) (৪০), পিতা- শাহ আলম, সাং- কুমারভোগ, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ; ৩। শওকত আকবর (২৮), পিতা- আজাহার দেওয়ান, সাং- মাঘঢাল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ম্যাগজিনসহ ২টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ, ১,৩৩,৫০০/- টাকা নগদ, ১টি প্রাইভেট কার, ১টি মোটরসাইকেল, ৩টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইল ফোন।

তারা বেশ কিছুদিন যাবৎ পলাতক আসামিদের সহায়তায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে।

সিপিসি-২, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়