প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০০:০৩
‘উল্টো পথে রিকশা, হার্ড ব্রেকে ছিটকে পড়লেন বাইক চালক আরমান’

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহোর সড়কে বেপরোয়া ও নিয়মবহির্ভূতভাবে রিকশা চালানোর ফলে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় উপজেলার রুদ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন এবং তার যানের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
|আরো খবর
ঘটনার বিবরণ: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আরমান নামে এক যুবক মোটরসাইকেল যোগে ফুলতলা এলাকা থেকে নিজের গন্তব্যস্থল আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলেন। রুদ্রপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জয়নাল নামে এক রিকশাচালক ট্রাফিক আইন অমান্য করে হঠাৎ ভুল (উল্টো) পথে মোটরসাইকেলটির সামনে চলে আসেন।
এ সময় মুখোমুখি সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল চালক আরমান জরুরি ভিত্তিতে ‘হার্ড ব্রেক’ করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে আরমান শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং তার মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মিমাংসা ও চিকিৎসা: দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আরমানকে উদ্ধার করে। রিকশাচালক জয়নাল উপস্থিত জনতার সামনে নিজের ভুল স্বীকার করেন এবং মোটরসাইকেল চালকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মানবিক বিবেচনায় আরমান তাকে ক্ষমা করে দেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি মেরামত করতে প্রায় ৫ হাজার টাকা ব্যয় হবে বলে জানা গেছে। আহত আরমান স্থানীয় একটি ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন।
স্থানীয়দের উদ্বেগ: এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, ঢাকা-দোহোর সড়কে যানবাহন চালকদের বেপরোয়া গতি এবং রিকশা-ইজিবাইকের নিয়মহীন চলাচল এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চালকদের এই অসতর্কতার কারণে এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও ট্রাফিক আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন।




